Advertisement
স্পোর্টস ডেস্ক : দীর্ঘদিন কোলন ক্যানসারে ভুগে অবশেষে মৃত্যু হয় নিউজিল্যান্ডের সবচেয়ে বয়সী ও সব মিলে পঞ্চম বয়সী টেস্ট ক্রিকেটার জন রিড। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
তিনি ছিলেন তার সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার। ১৯৪৯ সালে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে তার টেস্ট অভিষেক হয়। নিউজিল্যান্ডের হয়ে ৫৮টি টেস্ট খেলেছেন। নেতৃত্ব দিয়েছেন ৩৪ টেস্টে। ২৪৬ ফার্স্ট ক্লাস ম্যাচে ৪১.৩৫ গড়ে ১৬১২৮ রান করেন তিনি। নামের পাশে রয়েছে ৩৯টি ফার্স্ট ক্লাস সেঞ্চুরি। ৪৬৬টি উইকেটও শিকার করেন তিনি।
তার ৬টি টেস্ট সেঞ্চুরি রয়েছে, যার মধ্যে সর্বোচ্চ ১৪২। ১৯৬১ সালে বক্সিং ডে টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছিলেন সেই ইনিংস। ১৯৬৫ সালে তিনি ক্রিকেট থেকে অবসরে যান। এরপর নিউজিল্যান্ডের নির্বাচক, ম্যানেজার এবং আইসিসি ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।