জুমবাংলা ডেস্ক : না ফেরার দেশে পাড়ি জমালেন দেশের বাণিজ্যিক ফুল চাষের জনক শের আলী সরদার। বুধবার (১২ ফেব্রুয়ারি) ভোররাতে যশোরের ঝিকরগাছার গদখালি পানিসারা গ্রামে নিজবাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পক্ষাঘাত জনিত কারণে (ব্রেইন স্ট্রোক) দীর্ঘদিন তিনি শয্যাশায়ী ছিলেন শের আলী সরদার। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও তিন কণ্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। যোহর বাদ তার বাড়ির সংলগ্ন হিমাগারের সামনে প্রথম জানাজা এবং আছর বাদ গদখালি ফুল বাজারে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর।
শের আলী সরদারের হাত ধরে ১৯৮২ সালে বাংলাদেশে যাত্রা শুরু বাণিজ্যিক ফুল চাষের। তার দেখানো পথ ধরে এখন শুধু যশোরে ফুল চাষের উপর নির্ভরশীল ছয় হাজার মানুষ। বাণিজ্যিক ফুল চাষের ব্যাপ্তি ঘটেছে দেশের অন্যান্য অঞ্চলেও।
এদিকে ফুলচাষের প্রসারে ৫ দশকেরও বেশি সময় ধরে নীরবে কাজ করে চলা শের আলী সরদারের মেলেনি রাষ্ট্রীয় কোনো স্বীকৃতি। জীবদ্দশায় তাকে জাতীয় পদক প্রদানের দাবি পূরণ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শের আলীর স্বজন ও স্থানীয় ফুল চাষিরা।
স্থানীয় ফুলচাষি ও ব্যবসায়ী ইসমাইল হোসেন বলেন, দেশের কৃষি ও অর্থনীতিতে বিপ্লব সৃষ্টিকারী ছিলেন শের আলী সরদার। কিন্তু তার সেই অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি না মেলাটা খুবই দুঃখজনক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।