নাইজেরিয়ার মধ্যাঞ্চলে একটি ক্যাথলিক স্কুল থেকে ২২৭ জন শিক্ষার্থী ও শিক্ষককে অপহরণ করেছে বন্দুকধারীরা। এক সপ্তাহের মধ্যে দেশটিতে এটি দ্বিতীয় বড় অপহরণের ঘটনা, যা আফ্রিকার সবচেয়ে জনবহুল এই দেশটিতে নিরাপত্তাহীনতা নিয়ে উদ্বেগ বাড়িয়ে তুলেছে। অপহৃতদের বেশিরভাগই ছাত্রী। শুক্রবার (২১ নভেম্বর) স্থানীয় কর্তৃপক্ষ এবং ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন অব নাইজেরিয়ার (সিএএন) মুখপাত্র এই তথ্য জানিয়েছেন। খবর সিএনএনের।

সিএএন-এর মুখপাত্রের দেওয়া তথ্য অনুযায়ী, নাইজার রাজ্যের সেন্ট মেরিস স্কুল থেকে অপহৃত ২১৫ জনই ছাত্রী। এছাড়া হামলাকারীরা আরও ১২ জন শিক্ষককে তুলে নিয়ে গেছে।
দেশটিতে চলমান নিরাপত্তাহীনতা ঘিরে উদ্বেগ বাড়তে থাকায়, পাশের কাতসিনা ও মালভূমি রাজ্যের কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সব স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে। নাইজার রাজ্য সরকারও বহু স্কুল বন্ধ ঘোষণা করেছে।
এ ঘটনার পর দেশটির প্রেসিডেন্ট বোলা টিনুবু তার আন্তর্জাতিক সফর বাতিল করেছেন। এই বাতিল হওয়া সফরের মধ্যে জোহানেসবার্গে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনে যোগদানও অন্তর্ভুক্ত ছিল।
উল্লেখ্য, এটি নাইজেরিয়ায় অল্প সময়ের ব্যবধানে সংঘটিত দ্বিতীয় বড় অপহরণের ঘটনা। এর আগে, গত সোমবার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কেব্বি রাজ্যের একটি মাধ্যমিক বিদ্যালয়ে হামলা চালিয়ে ২৫ জন ছাত্রীকে অপহরণ করেছিল বন্দুকধারীরা।
এছাড়াও, দেশের পশ্চিমাঞ্চলে একটি চার্চে হামলার ঘটনায় দু’জন নিহত হওয়ার ঘটনাও ঘটেছে। এই ধারাবাহিক অপহরণ ও হামলার ঘটনা নাইজেরিয়ার উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলের স্কুলগুলোতে চরম নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



