Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাটসিনা রাজ্যে হামলা চালিয়ে তিন শতাধিক শিক্ষার্থী অপহরণের ঘটনার দায় স্বীকার করে নিয়েছে জঙ্গি সংগঠন বোকো হারাম। খবর বার্তা সংস্থা এএফপির।
মঙ্গলবার একটি অডিও বার্তায় বোকো হারামের একজন নেতা বলেন, আমি আবুবকর শেকাও এবং আমার ভাইয়েরা এই অপহরণের জন্য দায়ী।
গত শুক্রবার নাইজেরিয়ার উত্তর-পশ্চিম নাইজেরিয়ার কাটসিনা রাজ্যে একটি মাধ্যমিক স্কুলে বন্দুকধারীদের হামলা চালায়। এই হামলার পর হামলাকারীরা তিন শতাধিক শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যায়।
অপহরণের শিকার হওয়া এক শিক্ষার্থীর পিতা মুরজা মোহাম্মেদ বলেন, যদি সরকার আমাদের সাহায্য না করে তাহলে আমাদের সন্তানদের উদ্ধার করার কোনো শক্তি আমাদের নেই।
২০১৪ সালে নাইজেরিয়া থেকে ২৭০জন স্কুলছাত্রীকে অপহরণ করে বোকো হারাম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।