Advertisement
স্পোর্টস ডেস্ক : খুলনায় শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে চার দিনের টেস্টের দ্বিতীয় দিন শেষেই চালকের আসনে বাংলাদেশ ইমার্জিং দল। দ্বিতীয় দিন শেষে ২৫৯ রানে এগিয়ে রয়েছে স্বাগতিকরা।
বুধবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ২৩৩ রানে ৪ উইকেট হারানো বাংলাদেশ ফের ব্যাটিংয়ে নামে। পরে প্রথম ইনিংস গুটিয়ে যায় ৩৬০ রানে। প্রথম ইনিংসে নামজুল হোসেন শান্ত’র সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশ বড় সংগ্রহ পায়। শ্রীলঙ্কার পক্ষে রমেশ মেন্ডিস সর্বোচ্চ ৪ উইকেট নেন।
পরে খেলতে নেমে নাঈম হাসানের ঘূর্ণিতে শ্রীলঙ্কা ১০১ রানে ৪ উইকেট হারিয়ে দিন শেষ করেছে। শ্রীলঙ্কার এই সবকটি উইকেটই নেন নাঈম। অপরাজিত থেকে বিপর্যয় সামাল দেন প্রোমোড মদুওয়ান্থা (২১) ও আশেন বান্দ্রা (২৩)।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।