নাক ডাকছিলেন ঋতুপর্ণা, আড্ডায় আরও যা বললেন প্রসেনজিৎ

নাক ডাকছিলেন ঋতুপর্ণা, আড্ডায় আরও যা বললেন প্রসেনজিৎ

বিনোদন ডেস্ক : ওপার বাংলার তারকা জুটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। দীর্ঘ ক্যারিয়ারে বহু ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন এই জুটি। বর্তমান সময়ের নায়ক-নায়িকারা তাদের (প্রসেনজিৎ-ঋতুপর্ণা) আদর্শ জুটি হিসেবেই বিবেচনা করেন।

নাক ডাকছিলেন ঋতুপর্ণা, আড্ডায় আরও যা বললেন প্রসেনজিৎ

সম্প্রতি সুপারস্টার জিতের সঞ্চালনায় ‘স্মার্ট জোড়ি’ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা। সেখানে আড্ডার ফাঁকে নায়িকার গোপন খবর ফাঁস করেন বুম্বাদা।

প্রসেনজিৎ জানান, রোমান্টিক দৃশ্যের শুটিং করার সময় ঘুমিয়ে পড়েছিলেন ঋতুপর্ণা। শুধু তাই নয়, রীতিমতো নাক ডাকছিলেন নায়িকা।

ওই ঘটনার বর্ণনা দিয়ে বুম্বাদা বলেন, ‘ওই রোমান্টিক দৃশ্যের শুটিংয়ের সময় আমার পায়ের কাছে এসে বসার কথা ছিলো ঋতুপর্ণার। আচমকা শুনতে পাই সে (ঋতুপর্ণা) নাক ডাকছে। বুঝতে পারি, আমার নায়িকা ঘুমিয়ে পড়েছে।’

প্রসেনজিতের কথা শুনে লজ্জায় লাল হয়ে যান পাশে দাঁড়িয়ে থাকা ঋতুপর্ণা। ঠাট্টার ছলে তিনি নায়কের পিঠে থাবা মারেন। মুহূর্তেই সেখানে উপস্থিত দর্শকের হাসির রোল পড়ে যায়।

সূত্র: সংবাদ প্রতিদিন

‘চরম দুঃসময়ে দামি জামা কিনে দিয়েছিলেন সুনিল শেঠি’ বলে কাঁদলেন সালমান খান