স্পোর্টস ডেস্ক : ইউরোয় ‘ডি’ গ্রুপ থেকে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ফ্রান্স-অস্ট্রিয়া। যেখানে ১-০ গোলের জয় পেয়েছে ফ্রান্স। জয়ের দিনে একটা দুসংবাদও সঙ্গী হয়েছে ফরাসিদের। এই ম্যাচে খেলার সময় নাক ভেঙেছে কিলিয়ান এমবাপের।
সোমবার (১৭ জুন) ম্যাচের ৯০তম মিনিটে এ ঘটনা ঘটে। হেড করতে গিয়ে কেভিন দানসোর সঙ্গে সংঘর্ষ হয় এমবাপের। দানসোর কাঁধের সঙ্গে নাক লাগে এমবাপের। সঙ্গে সঙ্গে তার নাক দিয়ে ঝরঝর করে রক্ত পড়া শুরু করে। ঝুঁকি না নিয়ে এই তারকাকে মাঠ থেকে তুলে নেন দিদিয়ের দেশম।
রয়টার্স জানিয়েছে, তার নাক ভেঙেছে। ডুসেলডর্ফের একটি হাসপাতালেও নেওয়া হয়েছিল এমবাপেকে। স্থানীয় সময় রাত ১টার দিকে হাসপাতাল ছেড়ে দলের সঙ্গে যোগ দেন তিনি। ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি জানিয়েছেন, নতুন পরীক্ষার পর দলের মেডিকেল স্টাফরা মনে করছেন এমবাপের নাকে ‘অস্ত্রোপচারের প্রয়োজন নেই’।
মাস্ক পরে এমবাপেকে মাঠে নামতে হবে বলে জানিয়েছে ফ্রান্স ফুটবল ফেডারেশন। ফেডারেশনের বিবৃতিতে বলা হয়, ‘একটি মাস্ক বানানো হবে, চিকিৎসার পর যেটি পরে মাঠে ফিরবেন তিনি।’
তবে ফ্রান্সের কোচ দেশমের কথায় বোঝা গেল, নেদারল্যান্ডসের বিপক্ষে আসন্ন ম্যাচে এমবাপের খেলা নিয়ে তিনি খুব একটা আশাবাদী নন, ‘তার নাকের অবস্থা খারাপ। আমাদের অপেক্ষা করতে হবে। মেডিকেল টিম এ নিয়ে কাজ করছে। কী হয় এবং সুস্থ হয়ে উঠতে কত দিন লাগবে সেটি জানতে আমাদের অপেক্ষা করতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।