আন্তর্জাতিক ডেস্ক: বিদেশি মেধাবী ও ব্যবসায়ীদের নাগরিকত্ব দেবে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। আজ শনিবার (৩০ জানুয়ারি) দুবাইয়ের শাসক ও সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুম এ ঘোষণা দেন। দেশটির এমন ঘোষণা অনেকেই কাজে লাগবেন।
শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুম বলেন, বিনিয়োগকারী, বিশেষ মেধাবী এবং বিজ্ঞানী, চিকিৎসক, প্রকৌশলী, শিল্পী, গবেষক এবং তাদের পরিবারের সদস্যরা নতুন সংশোধিত আইনে আমিরাতের নাগরিকত্ব পাওয়ার যোগ্য বিবেচিত হবেন। সূত্র: আলজাজিরা
সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভা, স্থানীয় আমির আদালত এবং নির্বাহী পরিষদের সদস্যরা যাচাই-বাছাই শেষে প্রত্যেকটি শ্রেণিতে যোগ্যদের নাগরিকত্বের মনোনয়ন দেওয়া হবে বলে তথ্যটি নিশ্চিত করেন শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


