নাচে-গানে বাপ্পি লাহিড়িকে স্মরণ করলেন মিঠুন

মিঠুন

বিনোদন ডেস্ক : কয়েক দিন আগেই না ফেরার দেশে চলে গেছেন সঙ্গীতশিল্পী বাপ্পি লাহিড়ি। প্রিয় বন্ধুর মরদেহ দেখতে পারবেন না। তাই বেঙ্গালুরুতে থাকাকালীন বাপ্পি লাহিড়ির প্রয়াণের খবর পেয়েও শেষকৃত্যে যোগ দেননি মিঠুন চক্রবর্তী।

মিঠুন

রিয়েলিটি শো ‘হুনরবাজ’: দেশ কি শান’-এ তিন বিচারকের অন্যতম মিঠুন চক্রবর্তী। অনুষ্ঠানের শুটিংয়ের ফাঁকে প্রিয় বাপ্পিদাকে স্মরণ করেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। সঙ্গী ছিলেন দুই ছেলে মিমো ও নমশি চক্রবর্তী এবং বাপ্পি লাহিড়ির গান।

শুক্রবার অনুষ্ঠানের ‘বিহাইন্ড দ্য সিন’-এ দেখা গেলো সেই জনপ্রিয় ‘আই অ্যাম এ ডিস্কো ড্যানসার’ গানে মহাগুরুর নাচ। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করলেন ছেলে নমশি চক্রবর্তী।

‘ব্যাড বয়’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন নমশি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় তিনি। অনেক ছবি ও ভিডিও আপলোড করে থাকেন। বাবা ও দাদা মহাক্ষয় চক্রবর্তীর সঙ্গে যে ভিডিওটি তিনি আপলোড করেছেন তা রিয়ালিটি শো ‘হুনরবাজ’-এর সেটে তোলা। বাপ্পি লাহিড়ি এবং তার সুর চিরন্তন। ক্যাপশনে এই বার্তাই দিয়েছেন নমশি। ট্যাগ করেছেন প্রয়াত সঙ্গীতশিল্পীর ছেলে বাপ্পাকে।

২১শে ফেব্রুয়ারি শুভশ্রীর কাছে ভ্যালেন্টাইনস ডে

ট্রেন্ড সেটার ছিলেন বাপ্পি লাহিড়ি ও মিঠুন চক্রবর্তী। খুব ভালো বন্ধুত্ব ছিল দুজনের মধ্যে। ঘণ্টার পর ঘণ্টা চলতো আড্ডা। কিছুদিন আগেই প্রয়াত বন্ধুর বিষয়ে কথা বলতে গিয়ে ভারতীয় সংবাদসংস্থা পিটিআইকে মিঠুন জানান, বলিউডে অন্য ধারার নাচ নিয়ে এসেছিলেন তিনি। আর সেটা খুব ভালোভাবে বুঝতে পেরেছিলেন বাপ্পি লাহিড়ি। সে কারণেই হয়তো আশির দশকে ‘ডিস্কো ডান্সার’ জুটি এত জনপ্রিয় হয়েছিল।

গত মঙ্গলবার রাত পৌনে ১২টায় মুম্বইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাপ্পি লাহিড়ি। অবস্ট্র্যাকটিভ স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত ছিলেন তিনি। বাপ্পির নিথর দেহ দেখার মতো অবস্থায় ছিলেন না মিঠুন চক্রবর্তী। সেই কারণেই শেষকৃত্যে যোগ দেননি। কিন্তু প্রিয় গানের মাধ্যমেই যেন বন্ধুকে স্মরণ করলেন মহাগুরু।