নাটোরের সিংড়ায় অনলাইন জুয়া নিয়ে দুই ভাইয়ের বিরোধের জেরে মিঠু (৩০) নামের এক চা ব্যবসায়ী ছুরিকাঘাতে নিহত হয়েছেন।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার ডাহিয়া ইউনিয়নের আদিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মিঠু ওই গ্রামের মৃত গোলাপের ছেলে। অভিযুক্ত ছোট ভাই মাহমুদুল ইসলাম নিক্সন (২৫) সিংড়া পৌর এলাকার চকসিংড়া গ্রামের মৃত নাসিরুল ইসলামের ছেলে।
নিহতের বোনজামাই মাহমুদুল ইসলাম নিশান জানান, তার ছোট ভাই নিক্সন নিয়মিত অনলাইন জুয়া খেলতেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে গতকাল ঝগড়া হয়। আজ সকালে মিঠু দুই ভাইয়ের মধ্যে বিরোধ মীমাংসার চেষ্টা করতে আসেন। দুপুরে তিনি পেট্রোবাংলা মসজিদের সামনে গেলে নিক্সন হঠাৎ ছুরি মেরে দেন। স্থানীয়রা আহত মিঠুকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিক্সন পালিয়ে যায়। সিংড়া থানার ওসি মমিনুজ্জামান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।