নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের কাঁচামালবাহী ট্রাকের ধাক্কায় সেলিম (৪৫) নামে শ্যামলী পরিবহনের সুপারভাইজার নিহত হয়েছেন।

Advertisement
শনিবার দুপুরে উপজেলার বনপাড়া বাইপাস এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সেলিম কুষ্টিয়ার মিরপুর থানার গরদহ গ্রামের মৃত মোফাজ্জ্বল হোসেনের ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট সারোয়ার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সেলিম বনপাড়া বাইপাস এলাকায় শ্যামলী কাউন্টার থেকে যাত্রী উঠিয়ে যাত্রীর বিবরণ সম্বলিত কাগজপত্র নিয়ে পুনরায় বাসে ওঠার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এসময় ঢাকাগামী কাঁচামালবোঝাই একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


