Advertisement
নাটোরের হয়বাতপুর সড়কে মোটরসাইকেলের ধাক্কায় নাজিম উদ্দীন (৯০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার (২৪ আগস্ট) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজিম উদ্দীন নাটোরের ৪নং লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের মৃত সিরাজ উদ্দীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে, খবর পেয়ে নাটোর ঝলমলিয়া হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ঝলমলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহাবুর রহমান জানান, এ ঘটনায় জড়িত মোটরসাইকেল চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।