নাটোর প্রতিনিধি: নাটোর জেলা শহরের হরিশপুর বাইপাস এলাকায় একটি যাত্রীবাহী বাসের চাপায় আব্দুল হান্নান (৩২) নামে এক পথচারীর প্রাণহানি হয়েছে।
বুধবার (১০ জুলাই) বেলা ১১টায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হান্নান হরিশপুর এলাকায় জনি নামে এক হারবাল ডাক্তারের গৃহকর্মী ছিলেন।
ঝলমলিয়া পুলিশ ফারির ইনচার্জ মোজাম্মেল হক জানান, হরিশপুর বাইপাস এলাকায় রাস্তা পারাপারের সময় একটি যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলেই আব্দুল হান্নানের মৃত্যু হয়। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।