জুমবাংলা ডেস্ক: নাটোর সদর হাসপাতাল ভবনের কার্নিশ থেকে এক মেয়ে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। খবর ইউএনবি’র।
সদর থানার এসআই রফিকুল ইসলাম জানান, হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড সংলগ্ন দ্বিতীয় তলার নারী ওয়ার্ডের কার্নিশে নবজাতকের লাশ ঝুলে থাকতে দেখে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়।
পুলিশ পরে লাশটি উদ্ধার করে। এ ঘটনার কারণ জানতে তদন্ত চালানো হচ্ছে বলে জানায় পুলিশ।
এর আগে, গত ৩ ডিসেম্বর সিংড়া উপজেলার কয়াখাস গ্রামের একটি পুকুর থেকে নবজাতক আরেক মেয়ের লাশ উদ্ধারের খবর পাওয়া যায়।
এদিকে, কয়েক দিনের ব্যবধানে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকা থেকে বুধবার এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের পেছন থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
এর আগে, গত শনিবার জগন্নাথ হলের সামনে রাস্তার ওপর থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করে পুলিশ। তার আগে গত ২৮ অক্টোবর কেন্দ্রীয় গ্রন্থাগারের পাশ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।