Advertisement
জুমবাংলা ডেস্ক: দুই স্বাস্থ্যকর্মীসহ পাঁচজনের করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ পুরো সিংড়া উপজেলাকে লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। খবর ইউএনবি’র।
বুধবার দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে লকডাউনের ঘোষণা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন বানু।
এদিকে, জেলার গুরুদাসপুর উপজেলার নাজিরপুরে দুইজন করোনা রোগী শনাক্ত হওয়ায় নাজিরপুর ইউনিয়নকেও লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
করোনা আক্রান্ত ব্যক্তির পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ শুরু করেছে স্বাস্থ্য বিভাগ।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২২ ও ২৩ এপ্রিল নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানোর ৫/৬ দিন পর মঙ্গলবারের রিপোর্টে নাটোরে ৮ জন করোনা পজিটিভ পাওয়া যায়। যার মধ্যে নাটোর জেলায় করোনায় আক্রান্ত প্রথম ব্যক্তির মৃত্যু বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।