
আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ’তে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিবাবাদি বলেছেন, তার দেশের নাতাঞ্জ পরমাণু স্থাপনায় সম্প্রতি যে নাশকতামূলক হামলা চালানো হয়েছে তার জবাব দিতেই ওই স্থাপনায় শতকরা ৬০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর পার্সটুডে’র।
তিনি আরো বলেছেন, শহীদ আহমাদি রওশন (নাতাঞ্জ) পরমাণু সমৃদ্ধকরণ স্থাপনায় নতুন সেন্ট্রিফিউজের দু’টি সাইকেলে এই তৎপরতা চালানো হবে।
গরিবাবাদি মঙ্গলবার রাতে নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে লিখেছেন, মঙ্গলবার বিকেলে আইএইএ’কে যে চিঠি দেয়া হয়েছে তাতে বলা হয়েছে, নয়া আইআর-৪ ও আইআর-৬ সেন্টিফিউজের দু’টি সাইকেলে শতকরা ৬০ ভাগ ইউরেনিয়াম সমৃদ্ধ করা হবে।
তিনি বলেন, এরইমধ্যে সমৃদ্ধকরণ প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আগামী সপ্তাহ নাগাদ ৬০ ভাগ সমৃদ্ধ ইউরেনিয়াম এখান থেকে বের করা যাবে বলে আশা করা হচ্ছে। এর ফলে ইরানে উৎপাদিত রেডিওমেডিসিনের গুণগত মান ও পরিমাণ অনেক বাড়ানো সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।
এর আগে ইরানের শীর্ষ পর্যায়ের পরমাণু আলোচক এবং উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি মঙ্গলবার বিকেলে ঘোষণা করেছিলেন, তার দেশ বুধবার থেকে ৬০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করবে। তিনি ইরানের প্রেস টিভিকে জানান, নাতাঞ্জ পরমাণু স্থাপনায় অন্তর্ঘাতমূলক তৎপরতার কারণে ক্ষতিগ্রস্ত সেন্ট্রিফিউজ শুধুমাত্র বদল করা হবে না বরং ইরান সেখানে ৬০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।