জুমবাংলা ডেস্ক: মিয়ানমার থেকে বন্য হাতির একটি বাচ্চা নাফ নদী সাঁতরে বাংলাদেশে এসেছে।
সোমবার (৩ জুলাই) সাঁতার কেটে টেকনাফের শাহপরীর দ্বীপের ঘোলারচর এলাকায় পৌঁছায় এটি।
সকাল আটটার দিকে শাহপরীর দ্বীপের পূর্বদিকে সাত ফুট উঁচু বাচ্চাটিকে ছোটাছুটি করতে দেখা যায়।
সাবরাং ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুস সালাম বলেন, ‘সকাল থেকে একটি বাচ্চা হাতিকে নাফ নদীর চরে দাঁড়িয়ে থাকতে দেখেন অনেকে।’
কক্সবাজার দক্ষিণ উপকূলীয় বন বিভাগের টেকনাফ রেঞ্জ কর্মকর্তা বশির আহমদ খান জানিয়েছেন, হাতিটিকে উদ্ধার করে নিরাপদে টেকনাফের বনে ফেরানোর চেষ্টা চলছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক সময়ে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট পাহাড়ি ঢলের কারণে দলছুট হয়ে বাংলাদেশে চলে আসতে পারে এটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।