নাম ‘রয়েল বিদ্যুৎ’, দাম শুনলে আকাশ থেকে পড়বেন!

রয়েল বিদ্যুৎ

জুমবাংলা ডেস্ক: বিশাল আকৃতির এই গরুটির নাম ‘রয়েল বিদ্যুৎ’। ওজন  ১ হাজার ২৮০ কেজি (৩২ মণ)। ৬ বছর বয়সী গরুটি লম্বায় ১৪ ফুট ও উচ্চতায় ৬ ফুট। দাম হাঁকা হচ্ছে ১৫ লাখ টাকা। সিলেট শহরতলির টুকেরবাজার এলাকার খামারে বড় হওয়া গরুটি এরই মধ্যে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। গরুটি দেখতে খামারে ছুটছেন অনেক ক্রেতা।