নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতের ঘটনায় দায়ের করা মামলাসহ একাধিক হত্যা, অস্ত্র, মাদক ও চাঁদাবাজির মামলার আসামি যুবলীগ ক্যাডার তমিজ উদ্দিন খন্দকার ওরফে আপেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ফতুল্লার জামতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী আজমেরী ওসমানের ঘনিষ্ঠ ক্যাডার ছিলেন আপেল। যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার সুবাদে এলাকায় মাদক ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতেন তিনি। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আজমেরী ওসমানের সঙ্গে নিরীহ শিক্ষার্থীদের উপর প্রকাশ্যে গুলি চালাতেও দেখা যায় তাকে।
শেখ হাসিনার পতনের পর ওসমান পরিবারের সদস্যরা পালিয়ে গেলেও আপেল এলাকাতেই আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তিনি প্রকাশ্যে এসে আবারও মাদক ব্যবসা শুরু করেন।
গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিলন ফকিরের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বুধবার তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।