নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে মেয়র পদে এবারও আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। দলের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে সিটি নির্বাচনে লড়বেন তিনি।
আজ (৩ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় আইভীকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকে নারায়ণগঞ্জ সিটিতে মেয়র পদে সেলিনা হায়াৎ আইভীর নাম ঘোষণা করার পর নারায়ণগঞ্জে মেয়র আইভীপন্থী নেতাকর্মীদের মাধ্যে বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা গেছে।
শহরের ২ নম্বর রেল গেইটস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বিকেল থেকেই উপস্থিত ছিলেন নেতাকর্মীরা। রাতে মেয়র আইভীর দলীয় মনোনয়ন পাওয়ার খবর শোনার পর তারা নৌকা নৌকা, আইভী আপা স্লোগান দিয়ে পুরো শহরে আনন্দ মিছিল করেন।
২০১৬ সালের ২২ ডিসেম্বর অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে জয়ী হয়েছিলেন মেয়র আইভী। এর আগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম নির্বাচন তথা ২০১১ সালে তিনি দলীয় প্রার্থী শামীম ওসমানের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়েও জয়ী হয়েছিলেন।
আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।