জুমবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, টাঙ্গাইল-৭ আসন ও পাঁচ পৌরসভায় ইভিএমে ভোট দেয়ার প্রক্রিয়া শেখানো হবে আজ। ভোটের একদিন আগে ইভিএম ভোটের এ মহড়ায় সচেতনতামূলক বিভিন্ন তথ্য জানানো হবে ভোটারদের।
শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মক ভোটিং চলবে। প্রতিটি কেন্দ্রে অন্তত দুটি ইভিএম ডিসপ্লে থাকবে, তাতে ভোটের মহড়া দেওয়ার ব্যবস্থা থাকবে বলে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা জানান।
তারা বলছেন, মক ভোটিংয়ের দিন সব কেন্দ্রে ইভিএম প্রদর্শন ও ভোট দেওয়ার নিয়ম জানিয়ে প্রচার চালানো হবে। মেশিনে ভোট দেওয়ার এ প্রক্রিয়া যে ‘সহজ ও নির্ভরযোগ্য’, তা জানানো হবে।
ইভিএমে পছন্দের প্রতীকের পাশে সাদা বোতাম চেপে প্রার্থী বাছাই করতে হয়। এরপর সবুজ বোতামে চাপ দিলেই ভোট নিশ্চিত হয়ে যায়।
১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, টাঙ্গাইল-৭ উপ নির্বাচন এবং বাঁশখালী, নোয়াখালী, ঝিকরগাছা, নাটোর ও বাগাতিপাড়ায় ভোট রয়েছে। সেদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট চলবে ইভিএমে।
নির্বাচন কমিশনের উপ সচিব মো. আতিয়ার রহমান বলেন, “ইভিএম যেহেতু একটি কারিগরি বিষয়, নতুন ধারণা, তাই এ নিয়ে প্রার্থী, নির্বাচনী এজেন্ট, পোলিং এজেন্ট ও ভোটারদের মধ্যে ব্যাপক প্রচারের ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার- ভোটগ্রহণ কর্মকর্তাদের ইভিএম ব্যবহার পদ্ধতি নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সেই সঙ্গে ভোটের আগে ‘মক ভোটিং’ বা ইভিএমে ভোট দেওয়ার মহড়া করার ব্যবস্থা হয়েছে।”
তিনি জানান, প্রতিটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ কর্মকর্তারা উপস্থিত থেকে মক ভোটিং সম্পন্ন করবেন। এ বিষয়ে নারায়ণগঞ্জ, টাঙ্গাইল ও পাঁচ পৌরসভায় প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
মক ভোটিং-এর সময় ইভিএম প্রদর্শন, ভোটারের পরিচয় নিশ্চিত করা এবং ভোট দেওয়ার নিয়ম বা অন্য কোনো প্রশ্ন থাকলে তা জানতে পারবেন সংশ্লিষ্টরা।
নারায়ণঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান বৃহস্পতিবার বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে ইভিএম প্রদর্শন ও মকভোটিংয়ের সব ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন।
ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করতে এ মহড়া বেশ কাজে দেবে বলে তিন আশা করছেন।
টাঙ্গাইল-৭ উপ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী বলেন, “প্রতিটি কেন্দ্রে দুটি করে ইভিএম রাখা হবে মক ভোটিংয়ের জন্য। ভোট কীভাবে দেবেন তা জানতে পারবেন ভোটাররা। তাদের যেমন আমরা সচেতন করব, তেমনি ভোটারদের কোনো প্রশ্ন থাকলে সে বিষয়ে বিস্তারিত জানাব।”
স্বাস্থ্যবিধি মেনেই সব আয়োজন করা হচ্ছে বলে জানান এ নির্বাচনী কর্মকর্তা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।