Advertisement
জুমবাংলা ডেস্ক: নারায়ণগঞ্জ শহরের তাতীপাড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। খবর ইউএনবি’র।
নিহত সোলেমান হোসেন অপু (২৮) বাবুরাইল এলাকার রমজান মিয়ার ছেলে। তিনি বাবুরাইল এলাকার কাশেম ডেকোরেটরের বৈদ্যুতিক মিস্ত্রি হিসেবে কাজ করতেন।
নিহতের পরিবার জানায়, শুক্রবার রাতে বাসা থেকে বের হয়ে তাতীপাড়া এলাকায় যায় অপু। ওই সময়ে অজ্ঞাত কয়েকজন তাকে ছুরিকাঘাত করে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ১শ’ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, কারা আর কী কারণে তাকে হত্যা করেছে সেটা খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের লোকজন কোনো ক্লু দিতে পারেনি। বিষয়টি তদন্ত চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।