জুমবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ত্রাণ কমিটিতে নাম লেখাতে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের দুই নেতার বিরুদ্ধে।
প্রধানমন্ত্রীর ত্রাণ কমিটি গঠনের ঘোষণার বাস্তবায়নে বন্দরের মদনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিদ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক নাজিমউদ্দিন ত্রাণ কমিটি গঠনের দায়িত্ব পান।
ত্রাণ কমিটি করা নিয়ে দুজনের বিরুদ্ধে চাঁদাবাজির লিখিত অভিযোগ করেছেন ওয়ার্ড আওয়ামী লীগের নেতারা। ত্রাণ কমিটিতে নাম অন্তর্ভুক্তির জন্য নাম প্রতি এক হাজার টাকা করে নেয়ার অভিযোগ করেন তারা।
বৃহস্পতিবার মদনপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের একাধিক নেতাকর্মী স্বাক্ষরিত সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ জেলা আওয়ামী লীগের দফতরে দাখিল করা হয়েছে।
এ প্রসঙ্গে বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ রশিদ বলেন, এ ধরনের একটি অভিযোগের কপি আমার কাছেও এসেছে। সঠিকভাবে তদন্ত করে জেলা কমিটির সঙ্গে আলোচনাসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
মদনপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মহিদ ভূঁইয়া তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ত্রাণ কমিটি গঠন করে জমা দেয়া হয়েছে। তবে আমরা ফকির নই। ত্রাণ কমিটি গঠনে কোনো টাকা নেইনি।
তবে কয়েকজন সংবাদিকের কাছে তিনি বলেন, কমিটির কাগজপত্র তৈরি ও অফিস খরচের জন্য সদস্য প্রতি এক হাজার টাকা করে নিয়েছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।