বিনোদন ডেস্ক : একটা সংঘবদ্ধ চক্র প্রেমের ফাঁদে ফেলে নারীদের অপহরণ কিংবা অনৈতিক সম্পর্কে জড়িয়ে ব্ল্যাকমেইল করে থাকে। বিভিন্ন স্থান থেকে এমন চক্রকে প্রায়ই আটক করে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারপরও থেমে নেই এই চক্রের তৎপরতা।
এবার এমনই এক চক্র টার্গেট করেছে জনপ্রিয় অভিনেত্রী সারিকাকে। আর সে চক্রের মূল হোতা অভিনেতা চঞ্চল চৌধুরী। তবে এমনটা বাস্তবে না, ঘটেছে নাটকে। নাম ‘বিশ্ব টাউট’। বৃন্দাবন দাসের রচনায় এটি নির্মাণ করছেন সকাল আহমেদ।
তিনি বলেন, ‘পূবাইলে গতকাল থেকে “বিশ্ব টাউট” নাটকের দৃশ্যধারণ শুরু হয়েছে। আজ শুটিং করলে এর কাজ শেষ হয়ে যাবে। নাটকটি নির্মিত হচ্ছে ঈদের জন্য। এটি “টাউট” নাটকের সিক্যুয়াল, যা প্রতি ঈদেই বিশেষ আয়োজন হিসেবে প্রচার হয়ে থাকে। গত ঈদে প্রচার হয়েছে “টাউট থেকে সাবধান”। প্রতি গল্পে আমরা প্রতারণার একটি বিষয় তুলে ধরি এবং সচেতন করার মেসেজটা দেই। এবারও তাই হয়েছে।’
নাটকের গল্প প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এবারের গল্পে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতারকরা যেভাবে ফাঁদে ফেলে তাই বলার চেষ্টা করেছি। গল্পে দেখা যাবে, চঞ্চল ও তার স্ত্রী শাহনাজ খুশি প্রতারক। তারা নানাভাবে মেয়েদের ফাঁদে ফেলে। এরপর মুক্তিপণ হিসেবে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। একটা সময় তারা টার্গেট করে সারিকাকে। এভাবেই এগিয়ে যাবে এর গল্পটি।’ নির্মাতা জানান, আসছে ঈদে ‘বিশ্ব টাউট’ নাটকটি প্রচার হবে বাংলাভিশনে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।