স্পোর্টস ডেস্ক: আইপিএলের আদলে ওমেন্স প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) আয়োজন করতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
আগামীকাল হতে যাচ্ছে ডব্লিউপিএলের নিলাম। সেই নিলাম পরিচালনা করবেন মালিকা আদভানি নামের এক নারী।
মডার্ন অ্যান্ড কনটেম্পোরারি ইন্ডিয়ান আর্ট অ্যান্ড পার্টনার কোম্পানিতে পরামর্শক হিসেবে আছেন মালিকা। এই কোম্পানি মূলত মুম্বাই ভিত্তিক আর্ট কালেক্টর কোম্পানি। তিনি এবার ডব্লুপিএলের নিলাম পরিচালনা করবেন।
ডব্লিউপিএল এর নিলাম নিয়ে বিসিসিআই জানায়, ফ্র্যাঞ্চাইজিদের ডব্লুপিএলের দল গঠনের কথা বলা হয়েছে। কমপক্ষে ১৫ ও সর্বোচ্চ ১৮ খেলোয়াড় রাখতে পারবে দলগুলো। দলগুলো কমপক্ষে ৯ কোটি রূপি খরচ করতে পারবে। দলে সর্বোচ্চ বিদেশি খেলোয়াড় রাখতে পারবে ৬ জন।
এবারের নিলামে অংশ নেবেন ৪০৯ খেলোয়াড়। যার মধ্যে ২৪৬ ক্রিকেটার ভারতীয় এবং ১৬৩ ক্রিকেটার বিদেশি।
উরুগুয়েকে হারিয়ে এক যুগ পর কোপা আমেরিকার শিরোপা জিতল ব্রাজিল
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।