জুমবাংলা ডেস্ক : যশোরের অভয়নগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) কর্মকর্তা শরিফ মো. রুবেলকে ক্লোজড করা হয়েছে। কর্মক্ষেত্রে সহকারী প্রোগ্রামার (এপি) নারী কর্মকর্তাকে নিপীড়ন ও প্রাণনাশের হুমকির অভিযোগে তাঁকে ক্লোজড করা হয়। একই অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুসেইন খাঁনের বিরুদ্ধে যশোর জেলা প্রশাসন তদন্ত শুরু করেছে।
জানা গেছে, অভয়নগর উপজেলা সহকারী প্রোগ্রামার (এপি) গত ২২ ডিসেম্বর কর্মক্ষেত্রে নিপীড়ন ও প্রাণনাশের হুমকির বিষয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে সাতটি বিষয় তুলে ধরে তিনি অভিযোগ করেন। পরবর্তীতে আইসিটি মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শরিফ মো. রুবেকে ক্লোজড করা হয়। যশোর জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী কর্মকতার বিরুদ্ধে শুরু হয় তদন্ত।
অপরদিকে গত ২৪ ডিসেম্বর নারী কর্মকর্তার (এপি) বিরুদ্ধে পাঁচটি বিষয় তুলে ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাল্টা অভিযোগ করেছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক বরাবর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।