জুমবাংলা ডেস্ক: নারী কেলেঙ্কারিতে জড়িয়ে বর্তমানে কারাগারে আছেন ব্রাজিলের ডিফেন্ডার দানি আলভেজ। ইতোমধ্যেই মেক্সিকান ক্লাব পুমাস চুক্তি বাতিল করেছে সাবেক এ তারকা ফুটবলারের সঙ্গে। কারাবন্দি থাকা অবস্থায় এবার আরও বড় দুঃসংবাদ পেলেন তিনি। ধর্ষণের অভিযোগের ঘটনার পর এবার ডিভোর্স চাচ্ছেন আলভেজের স্ত্রী জোয়ানা স্যাঞ্জ।
আলভেজ গ্রেপ্তার হওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন স্যাঞ্জ। স্বামী এমন কাজ করতে পারে সেটি প্রথমে বিশ্বাস করতে পারেননি তিনি। পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ডিভোর্স চেয়েছেন দানি আলভেজের স্ত্রী। মূলত বিশ্বাসঘাতকতার কারণেই এ সিদ্ধান্ত নিচ্ছেন তিনি।
এর আগে দানি আলভেজের স্ত্রী স্যাঞ্জ এক বিবৃতিতে বলেছিলেন, তার স্বামী যৌন নিপীড়নের মতো কাজ করতে পারে না। কিন্তু সংবাদমাধ্যম দাবি করেছে, ওই বিবৃতি দেয়ার জন্য তার স্ত্রী অনুশোচনায় ভুগছেন।
উল্লেখ্য, যৌন হয়রানির অভিযোগে শুক্রবার (২০ জানুয়ারি) গ্রেপ্তার করা হয় ব্রাজিলের তারকা ফুটবলার দানি আলভেজকে। স্পেনের কাতালোনিয়া থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গত বছরের ৩০ ডিসেম্বর আলভেজের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ পায় কাতালান পুলিশ। সেটির ভিত্তিতেই ব্রাজিলের এ তারকা ফুটবলারকে গ্রেপ্তার করা হয়।
সূত্র: মার্কা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।