ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ‘জুলি’তে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন ওপার বাংলার অভিনেত্রী পাওলি দাম। যৌনকর্মী থেকে রাজনীতির পথে পা বাড়ানো এক প্রান্তিক মানুষের মূলস্রোতে ফেরার এই গল্পে জুলি চরিত্রটি কতটা উপভোগ করেছেন সে প্রসঙ্গে কথা বলেছেন তিনি।
ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে নিজের অভিনয় জীবন, নারী-পুরুষের সমতা এবং ইন্ডাস্ট্রির প্রচলিত ধ্যানধারণা নিয়েও খোলামেলা আলোচনা করেছেন তিনি। পাওলি বলেন, ‘আমি অন্তত এই ধরনের চরিত্রে আগে কখনও অভিনয় করিনি।’
পাওলি মনে করেন, ইন্ডাস্ট্রিতে যখন তিনি প্রথম কাজ শুরু করেছিলেন তখন মেইনস্ট্রিম কাজ আর অন্যধারার কাজ বলে দুটো আলাদা ভাগ করা হতো। তিনি সেই ভাগটাই আলাদা করতে চেয়েছিলেন। তার মতে, ‘এখন আর অভিনেত্রীকে কাস্ট করার সময় তার স্ক্রিনটোন অনুযায়ী কাজ দেওয়া হয় না।’
তার কথায় ‘ফর্সা হতে হবে তবেই তাকে হিরোইন হিসেবে নেওয়া হবে, না হলে নয় এই ধারণা এখন অতীত। কণ্ঠস্বরের ক্ষেত্রেও বাছাই, এইসব স্টিরিওটাইপ কাস্টিং এখন বন্ধ হয়েছে। আমি হিরো হিরোইনের তকমায় কখনোই খুব একটা বিশ্বাস করি না। বরং, অভিনেতা-অভিনেত্রী বিষয়টা অনেক বেটার ‘
পাওলি আরও বলেন, ‘নারীকেন্দ্রিক ছবিতে অভিনয় করি মানেই তো আমি নারীবাদী নই। আমি নারী এবং পুরুষের সমান ভূমিকায় বিশ্বাসী। তার মানে আবার কখনোই এরকম নয় যে নারীর শুধু গুরুত্ব রয়েছে।’
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.