জুমবাংলা ডেস্ক: গাইবান্ধায় পাঁচটি আসনের মধ্যে তিনটিতেই নারী প্রার্থী দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। পাশের জেলা বগুড়ায় ৭টা আসনের একটাতেও নারী নাই। কুড়িগ্রামেও একই অবস্থা। চার আসনের সবাই পুরুষ।
পাশের আরেটি জেলা রংপুরে ছয়টি আসনের মধ্যে একজন নারী মনোনয়ন পেয়েছেন। তিনি হলেন বর্তমান স্পিকার শিরীন শারমিন চৌধুরী। তবে তিনি রংপুরের মেয়ে নন।
গাইবান্ধা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আফরুজা বারী, গাইবান্ধা-২ মাহবুব আরা বেগম গিনি, গাইবান্ধা-৩ উম্মে কুলসুম স্মৃতি, গাইবান্ধা-৪ মোঃ আবুল কালাম আজাদ এবং গাইবান্ধা-৫ আসনে পেয়েছেন মাহমুদ হাসান।
আজ (২৬ নভেম্বর) বিকাল ৪টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।