লাইফস্টাইল ডেস্ক: নারীদের ব্যাগে কিছু থাকাই চাই। পাঠকদের জন্য আজ থাকছে এমনই এক আয়োজন।
নোটপ্যাড আর কলম
খুবই জরুরি দুটি জিনিস। কর্মজীবী নারীদের ব্যাগে এই দুটি জিনিস থাকাকে সবচেয়ে জরুরি হিসেবে বিবেচনা করা হয়। তাই প্রথমেই এগুলো ব্যাগে পুরতে হবে।
মোবাইল চার্জার
রাতে মোবাইল ফোনে চার্জ দেওয়ার কথা মনে নাও থাকতে পারে।
সে ক্ষেত্রে অল্প চার্জের ফোন নিয়েই সকালে কর্মক্ষেত্রে যেতে হয়। এ জন্য ব্যাগে চার্জারটা তুলে নেওয়াও জরুরি।
লিপস্টিক
সময় নারীদের সৌন্দর্যসচেতন করে তুলেছে। ফলে তাকে কর্মক্ষেত্রে লিপস্টিক ব্যবহার করতে হয়। এ কারণে একটি লিপিস্টিক এখন অনেক নারীই ব্যাগে রাখেন।
ব্রেথ মিন্ট
নিঃশ্বাসে দুর্গন্ধ হতেই পারে। এটি স্বাভাবিক এবং সবার ক্ষেত্রেই হয়। বাজারে নানা দাম ও ধরনের নিঃশ্বাসে সুগন্ধ সৃষ্টিকারী ব্রেথ মিন্ট পাওয়া যায়। কয়েকটি কিনে ব্যাগে ভরে নেওয়া যেতে পারে।
সুগন্ধী
এটা যখন-তখন প্রয়োজন হতে পারে। হঠাৎ পদস্থ কর্তাদের সঙ্গে বৈঠকে বসতে হতে পারে। বৈঠকে বসতে হতে পারে কোনো বিদেশি ডেলিগেটের সঙ্গে। এ ক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়াতে পারে সুগন্ধী ব্যবহার।
চিরুনি
অতি প্রয়োজনীয় একটি জিনিস। যেটি না হলে নারীদের এখন চলেই না। ছোট একটি চিরুনি সব সময় ব্যাগে রাখতে হবে।
স্যানিটারি ন্যাপকিন
এ বিষয়ে উদাসীন হওয়া যাবে না। কোনো সংকোচও চলবে না। এটা অপরিহার্য একটা জিনিস।
— এনডিটিভি অবলম্বনে ইমরোজ বিন মশিউর
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।