আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর প্রদেশের কারগাইন নামক এলাকায় অস্ত্রোপচার করে এক নারীর পেট থেকে বের করা হয়েছে দুই কেজি ওজনের মানুষের মাথার চুল। জানা যায়, ওই নারীর বয়স ২১ বছর। তিনি গত ১৬ বছর ধরে মাথার চুল খাচ্ছেন! বিরল এই মানসিক লক্ষণের নাম রাপুনজেল সিনড্রম।
এই মানসিক সিনড্রমকে ট্রাইকোফাগিয়াও বলা হয়ে থাকে। চিকিৎসকেরা বলেন, পেটের গহ্বর ভরে গিয়েছিল চুলে। এ কারণে ক্রমাগত বমি করছিলেন তিনি। পরে সিটি স্ক্যান করে জানা যায় এসব তথ্য। দ্রুত করা হয় অস্ত্রোপচার। এ সিনড্রমের ব্যাপারে চিকিৎসক এমপি সিং বলেন, এতে আক্রান্তরা বারবার চুল খেতে থাকেন। এ ছাড়া তারা মাথার চুলও ছিঁড়ে ফেলতে থাকেন।
এই চিকিৎসক আরও জানান, ৫ বছর বয়স থেকেই সবার চোখ ফাঁকি দিয়ে মাথার চুল ছিঁড়ে খেয়ে আসছেন ওই নারী। এতদিন পরিবারের কেউ বিষয়টি জানতেন না। তারা চুল ছিঁড়তে দেখলেও কোনোদিন খেতে দেখেননি। বর্তমানে ওই নারীর মানসিক চিকিৎসা চলছে বলে জানা যায়।- হিন্দুস্তান টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।