নায়িকা মিমির জন্য পাত্র খুঁজছেন নুসরাত, পায়েল, তনুশ্রীরা

বিনোদন ডেস্ক : কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তীকে বিয়ে করিয়ে ছাড়বেন এবার। এ জন্য নাকি টলিউড অভিনেত্রী নুসরাত জাহান, পায়েল, তনুশ্রী চক্রবর্তী একজোট হয়ে পাত্রও খুঁজছেন।

সম্প্রতি রচনা বন্দ্যোপাধ্যায়ের উপস্থাপনায় জি বাংলার রিয়েলিটি শো ‘দিদি নং ১’ এ অতিথি হয়ে এসে এমন কথাই জানালেন তারা।

শুক্রবার বিকেল ৫টা থেকে জি বাংলার পর্দায় আসে টলিউডের প্রথম সারির এই চার নায়িকা। এখানে এসে বিভিন্নরকম মজাদার খেলার সঙ্গে জমিয়ে আড্ডা দেন তারা। মজার ফাঁকে নিজেদের জীবনের নানা অজানা কথাও বলেন।

অনুষ্ঠানে কখনও তনুশ্রীকে দেখা যায় কাঞ্চনের সঙ্গে কোমর দোলাতে, আবার কখনও বা অভিনেতাকে দেখা যায় মিমির কোলে মাথা দিয়ে শুয়ে থাকতে।

এই অনুষ্ঠানে সবুজ রঙের সালোয়ার কুর্তায় বেশ গর্জিয়াস দেখাচ্ছিল মিমি চক্রবর্তীকে। নুসরাত হাজির হয়েছিলেন নীলাম্বরী শাড়িতে। পায়েল পরেছিলেন হলুদ রঙের লম্বা গাউন। কালো ব্লাউজের সঙ্গে ইন্দো ওয়েস্টার্ন স্টাইলে শাড়ি পরে নজর কাড়েন তনুশ্রী। সবমিলিয়ে শুক্রবারের দিদি নং ১-এর শো হয়ে উঠে পাঁচ সুন্দরীর মজার স্পট।