Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home চিত্রনায়িকা মুনমুন হিরো আলমের সিনেমায়
    বিনোদন

    চিত্রনায়িকা মুনমুন হিরো আলমের সিনেমায়

    ronyNovember 21, 20214 Mins Read
    Advertisement

    বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা মুনমুন। এবার আলোচনায় এসেছেন এক সময়ের আলোচিত ও বিতর্কিত চিত্রনায়িকা মুনমুনক। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই আলোচনা-সমালোচনার মধ্যে থাকেন আশরাফুল আলম ওরফে হিরো আলম পর্দায় নিয়ে এসেছেন চিত্রনায়িকা মুনমুনকে।

    এই চিত্রনায়িকাকে নিয়ে একটি সিনেমা নির্মাণ করছেন হিরো আলম। সিনেমার নাম ‘বউ জামাইয়ের লড়াই’। হিরো আলম নিজেই এটির প্রযোজক। ইতোমধ্যেই সিনেমাটির শুটিং শুরু করেছেন তারা।

    সিনেমাটির পরিচালক হলেন বাবুল রেজা। হিরো আলম ও মুনমুন ছাড়াও সিনেমায় অভিনয় করছেন গাঙ্গুয়া, নতুন অভিনেত্রী নুসরাত, জারা জেরিন প্রমুখ। অভিনেতা ডিপজলের সাভারের বাড়িতে গতকাল (২০ নভেম্বর) থেকে এই ছবির শুটিং শুরু হয়েছে।

    এ বিষয়ে হিরো আলম গণমাধ্যমকে বলেন, ‘পরিচালক মালেক আফসারী সাহেবের আমন্ত্রণে আমি ও মুনমুন আপা একটি লাইভ অনুষ্ঠান করেছিলাম। সে সময়ই মনে হয়েছিল, আমার সিনেমায় মুনমুন আপাকে নেব। আমি লাইভেই কথা দিয়েছিলাম। সেই কথা রাখলাম।’

    যে মুনমুন ১৯৯৭ থেকে ২০০৩ সাল পর্যন্ত টানা কাজ করেছেন, সেই মুনমুন এখন অনেকটাই অনিয়মিত। টানা ৬ বছরে ৮০টির মতো ছবিতে কাজ করেন। আর গেল ১৭ বছরে ছবির সংখ্যা হাতে গোনা ১০টির মতো। সিনেমা ছাড়ার কারণ হিসেবে মুনমুন বলেন, ‘ছাড়ার আগে সিনেমার সার্বিক অবস্থা খুব খারাপ হয়েছিল। আমার জন্য কাজ করাটা খুব কঠিন হয়ে ওঠছিল। অশ্লীলতা আর ফিল্মি পলিটিক্স অন্যতম দুটো কারণ। এত হিট ছবি উপহার দেওয়ার পরও সবাই বলত, আমি অশ্লীল ছবির নায়িকা! মনটা বিষাদময় হয়ে উঠেছিল। তাই দূরে সরে যাই।’

    আপনি কি অশ্লীল দৃশ্যে অভিনয় করেননি? মুনমুন বলেন, ‘আমি যে ধরনের পোশাক পরতাম, তখন সব নায়িকাই একই ধরনের পোশাক পরতেন। আমাকে কেন আলাদাভাবে অশ্লীল বলা হতো, মাথায় ঢুকত না। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব প্রচার করা হতো। আমি অ্যাকশন ছবির নায়িকা ছিলাম। অ্যাকশন ছবিতে সুপার কমার্শিয়াল বিষয়টা একটু বেশিই থাকে। তাই অনেকে অকারণে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাতেন। কিছু দর্শক আর সাংবাদিক আমাকে অশ্লীল তকমা দিয়েছেন। দেশের আনাচকানাচে স্টেজ শো করি, কেউ তো আমাকে অশ্লীল নায়িকা বলেন না, সবাই আমাকে অ্যাকশন দৃশ্যের নায়িকা বলতে পছন্দ করেন।’

    এহতেশাম পরিচালিত ‘মৌমাছি’ সিনেমার মাধ্যমে ১৯৯৭ সালে চলচ্চিত্রে অভিষেক ঘটে মুনমুনের। ‘টারজান কন্যা’ ছবি দিয়ে আলোচনায় আসেন। আর ‘রানী কেন ডাকাত’ ছবি তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয় বলে জানালেন। চলচ্চিত্রে তাঁর শুরুটা হয়েছিল এহতেশামের মতো বরেণ্য পরিচালকের হাত ধরেই। এই পরিচালকের ছবিতে অভিষেক হয়ে চলচ্চিত্রের আকাশে আজও ঝলমলে তারা হয়ে আছেন শবনম, শাবানা, শাবনাজ, শাবনূরের মতো তারকারা। মুনমুনের ক্ষেত্রে উল্টোচিত্র। তাঁর ভাগ্যে জুটেছে নেতিবাচক ভাবমূর্তি। এ জন্য পরিচালক-প্রযোজকদের বেশি করে দুষলেন তিনি।

    মুনমুন জানালেন, লেডি অ্যাকশন ছবিতে তাঁর ব্যাপক চাহিদা ছিল। ‘রানী কেন ডাকাত’ মুক্তির পর সবাই হুমড়ি খেয়ে পড়ল। প্রযোজক-পরিচালকেরা এ সময় মুনমুনকে ব্ল্যাকমেল করাও শুরু করেন বলে দাবি তাঁর। বললেন, ‘হঠাৎ করে আমার আলোচিত হওয়াটা অনেকে ভালোভাবে নিতে পারেননি। সত্যি কথা বলতে, আমি খুব পরিশ্রমী ছিলাম। চেষ্টা করতাম, অভিনয় ভালো করে করার। কিন্তু প্রযোজক–পরিচালকদের একটা গ্রুপের সঙ্গে আমার পোশাক নিয়ে প্রতিনিয়ত ঝগড়া হতো। মন–কষাকষি হতো। আমাকে স্বল্পবসনা হয়ে পর্দায় উপস্থিত করানোর জন্য চাপ দেওয়া হতো। প্রায় ছবিতে শর্টপ্যান্ট পরতে বাধ্য করতেন। আমারও বলার স্বাধীনতা ছিল না। তবে তখন শুধু একা আমি নই, অনেক নায়িকাই শর্টপ্যান্ট পরতেন, বদনাম হতো শুধু আমার! আমার সঙ্গে যেসব প্রযোজক-পরিচালক এমন করেছেন, তাঁরা পরে কর্মফলও ভোগ করছেন।’

    কারা সেসব পরিচালক? এমন প্রশ্নে মুনমুন বললেন, ‘আমি তাঁদের নাম এখন আর মুখে নিতে চাই না। ওদের কারও প্রতি মন থেকে আমার শ্রদ্ধাও নেই। তখন একটু বোকা ছিলাম, তাই কষ্ট পেতাম। এখন মনে হয় যা হয়েছে তা হয়তো আমার ভাগ্যে লেখা ছিল। নিজের পুরোনো ছবিগুলো যখন দেখি, আমি কখনোই মনে করি না ভুল করেছি। আমি অন্যায় করিনি। আমার সঙ্গে প্রযোজক–পরিচালকেরা যা করেছেন, তা চরম অন্যায়, অপরাধ। প্রতিহিংসাবশত আমাকে ব্ল্যাকমেল করেছেন। আমি বিশ্বাস করি, সৃষ্টিকর্তা অন্ধকার যেমন দিয়েছেন, তেমনি আলোও দিয়েছেন।’

    চট্টগ্রামের রাউজানের কদলপুরের মেয়ে মুনমুন। বাবা সৈয়দ বজল আহমেদের চাকরিসূত্রে তাঁর জন্ম ইরাকে। ৭ বছর বয়স পর্যন্ত সেখানেই থেকেছেন। এরপর তাঁর বাবা এসে নাটোরের সুগার মিলে চাকরিতে যোগ দেন। ওখানেই প্রথম স্কুলে ভর্তি হন মুনমুন। বছরখানেক পর চলে আসেন ঢাকার পল্টনে। ভর্তি হন উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে। ১৯৯৬ সালে ‘ও’ লেভেল শেষ করার পর পরিচিত এক খালার মাধ্যমে যোগাযোগ হয় এহতেশামের সঙ্গে। প্রথম দেখায় এহতেশাম নায়িকা হিসেবে পছন্দ করলেও প্রযোজক প্রধান নায়িকা করতে রাজি হননি মুনমুনকে। বললেন, ‘আমি একটু মোটা ছিলাম। ওজন ছিল ৬৫ কেজি। প্রযোজক বলেছিলেন, আরও ১০ কেজি ওজন কমাতে হবে। তবেই নায়িকা বানাবেন। প্রধান নায়িকা না বানালেও আমাকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের সুযোগ দেন এহতেশাম দাদু।’

    এহতেশামের ‘মৌমাছি’ ছবিতে কাজ করার সময়ই একসঙ্গে আরও তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হন মুনমুন। ছবি তিনটি হচ্ছে ‘আজকের সন্ত্রাসী’, ‘বেঈমানীর শাস্তি’ ও ‘টারজান কন্যা’। শেষ ছবিটি তাঁকে আলোচনায় নিয়ে আসে। এখন পর্যন্ত সব মিলিয়ে ৯০টি ছবিতে কাজ করা হয়েছে তাঁর। মুনমুন জানালেন, বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় নায়ক শাকিব খানের ক্যারিয়ারের প্রথম দিকে তাঁরা দুজন জুটি হয়ে চার বছরে এক ডজনের বেশি ছবিতে অভিনয় করেছেন।

    পপি পুত্র সন্তানের মা হয়েছেন, গুঞ্জন ছড়িয়ে পড়েছে

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    Related Posts
    Salman Khan

    নতুন ঘোষণা দিলেন বিধ্বস্ত সালমান খান!

    July 5, 2025
    Watch-18-Tohfa-Web-Series-1

    কামনার অন্যরকম গল্প নিয়ে ওয়েব সিরিজ, একা দেখার মত!

    July 5, 2025
    Ranveer-kareena

    গোপনে কারিনাকে বিয়ে করেছিলেন রণবীর! সামনে এলো চমকপ্রদ কাহিনী

    July 5, 2025
    সর্বশেষ খবর
    Salman Khan

    নতুন ঘোষণা দিলেন বিধ্বস্ত সালমান খান!

    ২২ ক্যারেট সোনার দাম

    ২২ ক্যারেট সেনার দাম: বাংলাদেশে আজকে স্বর্ণের মূল্য কত?

    আজকের টাকার রেট

    আজকের টাকার রেট: ৬ জুলাই, ২০২৫

    নামাজের সময়সূচি ২০২৫

    নামাজের সময়সূচি: ৬ জুলাই, ২০২৫

    taniya

    জয়দেবপুর থানায় ভুয়া নারী পুলিশ আটক, রিমান্ড আবেদন

    rhng_Z8gEENb

    টঙ্গীতে চাকরির খোঁজে আসা রোহিঙ্গা কিশোর আটক

    chinese population policy

    চীনে জন্মহার বাড়াতে নতুন উদ্যোগ, সন্তান জন্ম দিলেই মিলবে টাকা!

    br-mktyddh

    টঙ্গীতে মুক্তিযোদ্ধাকে মারধরের অভিযোগ

    jhdl-islm

    চাঁদাবাজির টাকার ভাগ-বাটোয়ারা দ্বন্ধ, যুবককে কুপিয়ে হত্যা

    Soudi

    এক সপ্তাহে সৌদি আরবে প্রায় ১৮ হাজার প্রবাসী গ্রেফতার

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.