Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার নিউ ইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কুশল বিনিময় করেছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘মঙ্গলবার জাতিসংঘ সদরদপ্তরের নর্থ ডেলিগেট’স লাউঞ্জে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত আনুষ্ঠানিক মধ্যাহ্নভোজে দুই নেতা কুশল বিনিময় করেন।’
সেই সাথে প্রধানমন্ত্রী মঙ্গলবার রাতে লোটে নিউ ইয়র্ক প্যালেস হোটেলে মার্কিন প্রেসিডেন্ট আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে অংশ নেন বলে জানান প্রেস সচিব।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউ ইয়র্কে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর-ইউএনি’র
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।