Advertisement
স্পোর্টস ডেস্ক: নিউ জিল্যান্ড ক্রিকেট দলের নতুন ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেলেন দেশটির সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান লুক রঞ্চি। পিটার ফুলটনের পরিবর্তে এই দায়িত্ব পেলেন তিনি। গত জুলাইয়ে এই পদ থেকে সরে দাঁড়িয়ে ক্লাব কেন্টাবুরির প্রধান কোচ হিসেবে যোগ দিয়েছিলেন ফুলটন।
কিউইদের হয়ে ৪টি টেস্ট, ৮৫টি ওয়ানডে ও ৩৩টি টি-টোয়েন্টি খেলা রঞ্চি এখন প্রধান কোচ গ্যারি স্টিড ও বোলিং কোচ শেন জার্গেনসনদের সঙ্গে সময় কাটাবেন। যেখানে এই দুজনই বছরের শুরুতে নিজেদের পদে নতুনভাবে চুক্তি করেছিলেন।
যদিও জাতীয় দলের কোচিং প্যানেলে আগেও কাজ করেছেন রঞ্চি। এমনকি ২০১৯ ওয়ানডে বিশ্বকাপেও তিনি ছিলেন।
প্রসঙ্গত, ৩৯ বছর বয়সী এই তারকা ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড দুটিরই জাতীয় দলে খেলেছেন। আর আগামী ২ সপ্তাহের মধ্যেই নিজের কাজে যোগ দেবেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।