Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: নিউ জিল্যান্ডে করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে কঠোর লকডাউনের পর আজ মঙ্গলবার থেকে বিধিনিষেধ শিথিল করা হয়েছে। খবর বিবিসি’র।
দেশটিতে গত কয়েকদিন ধরে আক্রান্তের সংখ্যা এক অঙ্কের ঘরে নেমে আসায় করোনার বিরুদ্ধে যুদ্ধে জয় ঘোষণা করেছে নিউ জিল্যান্ড সরকার।
মঙ্গলবার থেকেই নিউ জিল্যান্ডে লকডাউন স্তর চার থেকে তিনে নামিয়ে আনা হয়েছে। এর মানে হচ্ছে নিউ জিল্যান্ডে সকল প্রকার ব্যবসা বাণিজ্য , হাসপাতাল, স্কুল আবারো খুলতে পারবে।
বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়, লকডাউন শিথিলের পর নিউ জিল্যান্ডে প্রায় ৪ লাখ মানুষ কাজে ফিরেছেন। এছাড়া কিছু স্কুলও দেশটিতে আবার খুলেছে। এছাড়া খাবারের জন্য মানুষ বাইরে যেতে পারছেন।
নিউ জিল্যান্ডে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪শ ৭২ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ১৯ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।