আন্তর্জাতিক ডেস্ক: নিউইয়র্কের একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শিশুসহ কমপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে। এতে অগ্নিদগ্ধ হয়েছেন আরও ৩২ জন, দের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস বিবিসিকে এই তথ্য নিশ্চিত করে বলেন, রবিবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে ব্রঙ্কস অ্যাপার্টমেন্ট ব্লকের দ্বিতীয় এবং তৃতীয় তলায় আগুন লেগেছিল।
Advertisement
দমকল বিভাগের কমিশনার ড্যানিয়েল নিগ্রো বলেছেন, তারা ১৯ তলা ভবনের প্রতিটি তলায় হতাহতদের খুঁজে পেয়েছেন এবং ধোঁয়া “অভূতপূর্ব” ছিল বলে উল্লেখ করেছেন তিনি।
তিনি বলেন, যে অ্যাপার্টমেন্টে আগুনের সূত্রপাত হয়েছিল তার দরজা খোলা রেখে দেওয়া হয়েছিল এবং এ কারণেই ধোঁয়া প্রতিটি তলায় ছড়িয়ে পড়ে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।