আন্তর্জাতিক ডেস্ক: নিউইয়র্ক পুলিশ বিভাগে প্রথম বাংলাদেশি নারী সার্জেন্ট হওয়ার গৌরব অর্জন করলেন কুমিল্লার মেয়ে ফজিলাতুননিসা। তিনি এখন পুলিশ সার্ভিস এরিয়া ফোরে কর্মরত আছেন।
আজ (১২ মে) ইনস্টাগ্রাম ও ফেসবুকে নিউইয়র্ক পুলিশ বিভাগের অফিসিয়াল অ্যাকাউন্টে খবরটি শেয়ার করা হয়েছে। পোস্ট দুটির মন্তব্যের ঘরে অনেকে অভিনন্দন জানিয়েছেন তাকে।
বাংলাদেশ থেকে ২১ বছর বয়সে আমেরিকায় অভিবাসী হিসেবে পাড়ি জমান ফজিলাতুননিসা। ইংরেজি বিষয়ে পড়াশোনা ও চাকরি দুটোই সমানতালে সামলেছেন তিনি।
চাকরিতে বীরত্ব দেখিয়ে মর্যাদাসম্পন্ন সেঞ্চুরিয়ন অ্যাওয়ার্ড পেয়েছেন ফজিলাতুননিসা। গত বছরের ফেব্রুয়ারিতে এক নারীকে ছাদ থেকে লাফ দেওয়া থেকে রক্ষা করেন তিনি। তাকে সহায়তা করেন অফিসার টোরেস।
২০০৫ সালে ডিভি (ডাইভারসিটি ভিসা) লটারির সুযোগ পেয়ে তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। ২০১২ সালে যোগ দেন পুলিশে। ২০১৭ সালে পদোন্নতি পান সার্জেন্ট পদে। সেই থেকে নিউইয়র্ক পুলিশের প্রথম এবং একমাত্র বাংলাদেশি নারী সার্জেন্ট হলেন ফজিলাতুন নিসা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।