স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে খেলতে নেমেছে আফগানিস্তান ও নিউজিল্যান্ড। এই ম্যাচটা শুধু আফগান আর কিউইদের ম্যাচই নয়, প্রভাবশালী ভারতেরও সেমিফাইনালের সমীকরণ এই ম্যাচে।
আফগানরা জিতলে ভারত উঠে যাবে সেমিফাইনালে। তবে হারাতে হবে নামবিয়াকে। নিউজিল্যান্ড জিতলে ভারত, আফগানিস্তান ছিটকে পড়বে সেমিফাইনালের দৌড় থেকে। তবে তার আগে মর্মান্তিক খবর পাওয়া গেল, আবুধাবি স্টেডিয়ামে নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচের উইকেট তৈরি করা পিচ কিউরেটর মোহন সিং আত্মহত্যা করেছেন।
বিশ্বকাপ ক্রিকেটে আবুধাবি ক্রিকেট ভেন্যুর মিডিয়া ম্যানেজার তারা গ্রিওয়াল নিশ্চিত করেছেন মোহন সিংয়ের মৃত্যুর বিষয়টি। তবে কীভাবে মৃত্যু হয়েছে সেটি পরে বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন তারা গ্রিওয়াল।
তবে স্থানীয় পুলিশ জানিয়েছে, মোহন সিং আত্মহত্যা করেছেন হোটেল কক্ষে। মোহন সিং চলতি বিশ্বকাপে আবুধাবিতে অনুষ্ঠিত হওয়া সবকটা ম্যাচেই ছিলেন কিউরেটরের দায়িত্বে।
পাঞ্জাব ক্রিকেট গ্রাউন্ডে কাজ করা মোহন ২০০৪ সালে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে দায়িত্ব পান কিউরেটর হিসেবে কাজ করার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।