স্পোর্টস ডেস্ক : ২০২০ সালের অনূর্ধব-১৯ বিশ্বকাপের আগেই নিজেদের ঝালাই করে নিতে নিউ জিল্যান্ড যাচ্ছে বাংলাদেশ অনূর্ধব-১৯ দল। জুনিয়র টাইগারদের এ সফরের বিষয়টি ইতোমধ্যে নিশ্চিত করেছে বিসিবি। সেখানে নিউ জিল্যান্ডের সাথে ৫টি একদিনের ম্যাচ খেলবে জুনিয়র টাইগাররা।
অনূর্ধব-১৯ দলের হয়ে নেতৃত্ব দিবেন আকবর আলি। আর প্রথম ম্যাচ মাঠে গড়াবে আগামী ২৯ সেপ্টেম্বর। বাকি ৪টি ম্যাচ হবে যথাক্রমে অক্টোবরের ২,৬,৯ ও ১৩ তারিখে। বাংলাদেশ অনূর্ধব-১৯ দলঃ আকবর আলি (অধিনায়ক), তৌহিদ হৃদয়, তানজিদ হাসান, পারভেজ হোসাইন, শাহাদত হোসান, রাকিবুল হাসান, আসাদুল্লাহ হিল গালিব, শরিফুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরি, মাহমুদুল হাসান, তানজিম হাসান, অভিষেক দাস, শামিম হোসাইন, অনিক সরকার ও হাসান মুরাদ।
প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারীতে ৩টি ওয়ানডে ও ৩টি টেস্ট খেলতে নিউ জিল্যান্ড সফর করে বাংলাদেশ জাতীয় দল। সেখানে ঘটে ইতিহাসের স্মরণীয় একটি দুর্ঘটনা। সিরিজের মাঝখানে ১৫ই মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের একটি মসজিদে জনৈক বন্দুকধারীর হামলায় নিহত হয় ৫০ জনেরও বেশি। ওইদিন সেই মসজিদেই জুমার নামাজ পড়ার কথা ছিলো মাশরাফি-সাকিবদের।
টাইগাররা মসজিদ থেকে মাত্র ৫০ গজ দূরে থাকতেই হামলা সম্পর্কে জানতে পারে। দেরি না করে তারা রাস্তা থেকেই হোটেলে ফিরে যায়। এভাবেই সেবার নিজেদের প্রাণ বাঁচিয়ে দেশে ফিরেন টাইগাররা।
ঘটনাটি ঘটার পর থেকে নিউজিল্যান্ডে আর কোনো সিরিজ গড়ায়নি বাংলাদেশের। তবে চলতি মাসেই ৫টি একদিনের ম্যাচ খেলতে অনূর্ধব-১৯ দলকে নিউ জিল্যান্ডে পাঠাচ্ছে এমনটি নিশ্চিত করে বিসিবি।
সুত্রঃ ক্রিকইনফো
ভাষান্তর : মোহামম্দ আল আমিন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।