Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: নিউজিল্যান্ডে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনও করোনা রোগী শনাক্ত হয়নি। আজ সোমবার এ আশার কথা শুনিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। খবর আল জাজিরা’র।
১৬ই মার্চের পর এই প্রথম নিউজিল্যান্ডে কোনও নতুন কোভিড-১৯ রোগী ধরা পড়েনি। সরকার লকডাউন কড়াকড়ি করায় এবং দেশের মানুষ সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলায় এ সাফল্য এসেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
করোনার বিস্তার কমতে থাকায় গত সপ্তাহে দেশটিতে লকডাউন শিথিল করা হয়।
স্বাস্থ্য বিভাগের মহাসচিব অ্যাসলে ব্লুমফিল্ট বলেন, এটা আমাদের সাফল্য বলতে হবে, কারণ মৃত্যুসংখ্যা ২০ এর মধ্যে আটকাতে পেরেছি।
উল্লেখ্য, দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪৮৭ জন হলেও মারা গেছে মাত্র ২০ জন। গত মঙ্গলবার থেকে লকডাউন শিথিল করা হলেও গত ২৪ ঘণ্টায় নতুন কোনো করোনা রোগী পাওয়া যায়নি নিউজিল্যান্ডে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।