জুমবাংলা ডেস্ক : ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় মানহানির মামলা হয়েছে।মেয়র তাপসের ব্যক্তিগত সহকারী মনিরুল ইসলাম কবির দুজনের নাম উল্লেখ করে এই মামলা দায়ের করেছেন।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, রাকিবুর রহমান ফাহিম ও তাজউদ্দিন আহমেদ (রাসেল) নামে দুই তরুণ যথাক্রমে ‘বাংলাদেশ টাইমস’ ও ‘আইনিউজবিডি ডটকম’ নামে দুটি ফেসবুক পেজ থেকে লাইভে এসে অভিযোগ করেছে নিউমার্কেটে সংঘর্ষের জন্য মেয়র শেখ ফজলে নূর তাপসকে দায়ী করেন। বাদী অভিযোগ করেন, এসব ফেসবুক পেজ ও আইডি থেকে মেয়র তাপসের নামে মিথ্যা, ভিত্তিহীন, মানহানিকর, কুরুচিপূর্ণ পোস্ট ও ভিডিও প্রচার চলছে। সেসব পোস্টে বিভিন্ন শ্রেণি-পেশার ফেসবুক ব্যবহারকারীরা উস্কানিমূলক, মিথ্যা, ভিত্তিহীন, মানহানিকর, কুরুচিপূর্ণ ও মনগড়া কমেন্ট করছেন। এসব কুরুচিপূর্ণ মন্তব্য প্রকাশ ও প্রচারের মাধ্যমে সামাজিক শান্তি-শৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনিত হচ্ছে।
তিনি বলেন, এতে মেয়র মহোদয়েরর শুধু পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক সম্মানহানিই হয়নি অধিকন্তু মিথ্যা-বানোয়াট পোস্ট শেয়ারের মাধ্যমে রাষ্ট্রের বিরুদ্ধে অস্থিরতা সৃষ্টির মাধ্যমে অশুভ স্বার্থ চরিতার্থ করতে চান তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।