নিউরালিংক কর্পোরেশন: এবার চোখে দেখবে জন্মান্ধও!

নিউরালিংক

সায়েন্স ফিকশন বা কোন গল্প নয়। মানুষের মস্তিষ্কে বসানো হলো যন্ত্রের সংযোগ। একটা সময় এ ধরনের কথা কেউ ভাবতে না পারলেও প্রযুক্তি আজ অনেক দূরে এগিয়ে যাওয়ায় এটা সম্ভব হয়েছে। নিউরালিংক কর্পোরেশন নামে একটি নিউরো টেকনোলজি কোম্পানি মানুষের মাথার ভেতর কয়েন আকৃতির একটি ডিভাইস স্থাপন করেছে।

নিউরালিংকসাম্প্রতিক সময়ে এ খবরটি নিশ্চিত করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি খবরটি ছড়িয়ে দিন। নিজের টুইটার একাউন্ট থেকে ইলন মাস্ককে তিনি জানান যে, প্রথমবারের মতো কোনো ব্যক্তির মস্তিষ্কে চিপসেট বসানো হয়েছে।

ইলন মাস্ক আরো জানেন যে, ওই ব্যক্তি সুস্থ হওয়ার পথে রয়েছেন। নিউরো টেকনোলজি কোম্পানির অন্যতম লক্ষ্য হচ্ছে মানুষের মস্তিষ্ক এবং কম্পিউটারের মধ্যে নিবিড় সম্পর্কে স্থাপন করা। এর আগে প্রতিষ্ঠানটি বানরের মস্তিষ্কে চিপসেট বসিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে।

কোম্পানিটি আশা করছে যে, মস্তিষ্কের শক্তি হারিয়েছে বা মস্তিষ্কের দুর্বলতা জনিত সমস্যা যাদের রয়েছে তাদের জন্য এই প্রযুক্তি সুবিধা নিয়ে আসবে। যারা জন্ম থেকে অন্ধ তারা সুস্থ হয়ে যাবে বলে কোম্পানিটির দাবি করছে।

নিউরো টেকনোলজির এই ডিভাইস স্নায়ুর সংকেতকে ডাটাতে রুপান্তরিত করে। এতে করে মূল ধারার প্রতিবন্ধী ব্যক্তিদের ভাব আদান-প্রদান সহজ হয়ে উঠবে। স্টার্টআপ প্রযুক্তির কোম্পানিটি ২০২০ সালে অনুমোদন নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যায়।

প্রতিষ্ঠানটি মেরুদন্ডে চিপসেট বসানোর কাজও করে থাকে। যারা প্যারালাইসিসে আক্রান্ত রয়েছেন তাদের স্নায়ু পরীক্ষা নিরীক্ষা করার জন্য কোম্পানিটি কাজ করবে। নিউরালিংক ডিভাইস ভবিষ্যতে আরও চমক দেখাবে বলে সবাই আশা করছে।