নাটোর প্রতিনিধি: নিখোঁজের ছয়দিন পর নাটোর সদর উপজেলায় হাসান আলী (১০) নামে এক প্রতিবন্ধী ছেলের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার (৪ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার পাইকেরদোল কালীবাড়ী মন্দিরের পূর্বপাশে একটি বাশঝাড় থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। নিহত হাসান আলী একই এলাকার মোজাহার আলী মোজার ছেলের একমাত্র ছেলে।
এই ঘটনায় পুলিশের নাটোর সদর সার্কেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্তি পুলিশ সুপার আবুল হাসনাত ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ রিপোর্ট লিখা পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করা হয়নি। তবে পুলিশ প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি। এ ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার সকালে সদর উপজেলার পাইকেরদোল এলাকার কালীবাড়ী মন্দিরের পূর্ব দিকের প্রায় আড়াইশ গজ দুরে স্থানীয় রিপনের বাঁশঝাড় পরিস্কার করছিল শ্রমিকরা। এসময় শ্রমিকরা বাঁশঝাড়ের মধ্যে হাসান আলীর গলাকাটা মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহতের মামা লিটন হাসানের মরদেহ সনাক্ত করে।
নিহতের মামা লিটন জানান, হাসান বুদ্ধি প্রতিবন্ধী ছিল। গত ২৯ ডিসেম্বর রবিবার রাত থেকে এক হাসান নিখোঁজ ছিল। অনেক খোজ করেও তাকে না পেয়ে এলাকায় মাইকিং করা হয়। এছাড়া গত বৃহস্পতিবার থানায় একটি মিসিং ডায়েরি করা হয়।
আয়েন নামে স্থানীয় একজন জানান, সর্বশেষ রবিবার রাতে পাইকেরদোল এলাকার বারেক মোড়ে স্থাপিত একটি সিসি ফুটেজে একটি অটোর পেছনে হাসান আলীকে দৌড়াতে দেখা যায়। তারপরে তাকে আর দেখা যায়নি।
নাটোর সদর সার্কেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত জানান, প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের ব্যপারে কিছু বলা যাচ্ছে না। খবর পেয়েই আমরা ঘটনাস্থলে এসে পৌঁছেছি। তদন্ত চলছে। অচিরেই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনসহ জড়িতদের আইনের আওতায় আনা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।