জুমবাংলা ডেস্ক : রাজধানীর ডিয়াবাড়ী এলাকা থেকে হা-মীম গ্রুপের মহাব্যবস্থাপক (জিএম) মো. আহসান উল্লাহর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার নিখোঁজ হওয়ার দুই দিন পর গতকাল দুপুর ১২টার দিকে ডিয়াবাড়ী ১৬ নম্বর সেক্টরের ৩ নম্বর সড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়।
Advertisement
রাত সাড়ে দশটার দিকে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাহাত খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
উল্লেখ্য, রবিবার থেকেই আহসান উল্লাহ নিখোঁজ ছিলেন। একই দিনে তার পরিবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিল।
হা-মীম গ্রুপ বাংলাদেশের অন্যতম বৃহৎ টেক্সটাইল ও পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।