নিখোঁজের দুই মাস পর উদ্ধার মুস্তাকিম, ফিরল মায়ের কোলে

জুমবাংলা ডেস্ক : মাঝে মাঝেই নিখোঁজ হয় মুস্তাকিম (১০)। আর পরিবারের পক্ষ থেকে তাকে খুঁজে বের করে বাড়িতে আনা হয়। তবে গত দুই মাস আগে সে ফের নিখোঁজ হলে পরিবারের পক্ষ থেকে প্রথমে তার আর কোনো খোঁজ নেয়নি। এমনকি থানায় একটি জিডিও করা হয়নি।

কিন্তু অনেকদিন পেরিয়ে গেলেও মুস্তাকিমের খোঁজ না পেয়ে তার সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে ফেসবুক একটি পোস্ট দেওয়া হয়।
ওই ফেসবুক পোস্ট দেখে ফরিদপুরের সালথা থানা পুলিশ মুস্তাকিমকে উদ্ধারে মাঠে নামে। একপর্যায়ে শনিবার (৩ ফেব্রুয়ারি) রাতে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে তাকে উদ্ধার করা হয়। মুস্তাকিম ফরিদপুরের সালথা উপজেলার কলাগাছিয়া গ্রামের মোঃ বাবুল হোসেনের ছেলে।

রবিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে সালথা থানা থেকে মুস্তাকিমকে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে মায়ের কোলে শিশু সন্তানকে ফিরিয়ে দেওয়ার পর সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ ফায়েজুর রহমান ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে তিনি লিখেন, বিচিত্র এ মানব জগত, বিচিত্র তার বন্ধন। বাবা-মা, ভাই-বোন কারো প্রতি নেই তার কোনো মায়ার বন্ধন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি মোহাম্মাদ ফয়েজুর রহমান বলেন, মুস্তাকিমকে উদ্ধারের পর তার কথাবার্তায় বুঝা গেল পরিবার, মা-বাবা ও ভাই-বোন কারো প্রতি তার কোনো মায়া-মমতা নেই। নেই ভালোবাসা ও আকর্ষণ। লেখাপড়ায়ও নেই মন। বন্ধু-বান্ধবের প্রতিও সে আকৃষ্ট নয়।

শুধু অপলক দৃষ্টিতে চুপচাপ থাকতে পছন্দ তার। নিজ ঘরকে কখনো আপন বলে মনে করে না সে।

তিনি আরো বলেন, মা-বাবার প্রতি সহমর্মিতা উপলব্ধি করে তাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। শিশুটির মা-বাবার প্রতি আকর্ষণ না থাকা সত্যিই বিস্ময়কর মনে হচ্ছে।

পাওনা টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে