জুমবাংলা ডেস্ক : হারিয়ে যাওয়ার প্রায় সাড়ে ৩ বছর পর ভারত থেকে বাড়ি ফিরে এসেছে কুড়িগ্রামের সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মাধবরাম মাস্টারপাড়া গ্রামের ১৫ বছর বয়সী বাকপ্রতিবন্ধী কিশোর মোফাস্বেল হক। কথা বলতে না পারা এই কিশোরের সন্ধান পাওয়া এবং তার ফিরে আসা অনেকটাই গল্পের মতো।
সোমবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ৩৮ জন নারী-শিশুর সাথে তাকেও বাংলাদেশ ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কুড়িগ্রাম সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আনোয়ারুল ইসলাম জানান, মোফাস্বেল হকের মা মরিয়ম বেগম তাকে বেনাপোল থেকে নিয়ে আসার পর বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সদর থানায় আসেন। এ সময় মোফাস্বেল হকের ফিরে আসার ঘটনায় থানায় একটি জিডি (নম্বর-১২৭৬) এন্ট্রি করা হয়েছে।
ইন্সপেক্টর (তদন্ত) আরও জানান, প্রায় সাড়ে ৩ বছর আগে বাবা সোরাবদি’র সাথে ঢাকায় কাজ করতে যাওয়ার পথে বগুড়া থেকে নিখোঁজ হয় বাকপ্রতিবন্ধী কিশোর মোফাস্বেল হক। অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে বিগত ২০২০ সালের ২২ অক্টোবর সদর থানায় একটি জিডি (নম্বর-৯৬০) করেন মা মরিয়ম বেগম।
এরপর জেলা পুলিশ মোফাস্বেলের সন্ধানে তৎপর হয়ে উঠে। এরই এক পর্যায়ে মরিয়ম বেগমকে অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তি মোফাস্বেল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জয়গাঁও এলাকার রামগাঁও-এর জয়গাঁও ব্লেস ফাউন্ডেশন রিহ্যাবিলিটেশন সেন্টারে জনৈক দধিরামের তত্ত্বাবধানে রয়েছে বলে জানায়।
জেলা পুলিশ ওই ঠিকানায় যোগাযোগ করে নিশ্চিত হয় মোফাস্বেল সেখানে আছে। এ অবস্থায় তাকে ফিরিয়ে আনার জন্য জেলা পুলিশ উদ্যোগ নেয় এবং বিষয়টি জেলা প্রশাসককে অবগত করে।
এরপর মোফাস্বেলকে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসক বিগত ২০২০ সালের ২৯ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠান। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক অধিশাখা থেকে বিষয়টি চলতি বছরের ৩ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়। এরই ধারাবাহিকতায় নানান আইনি প্রক্রিয়া শেষে অন্যদের সাথে মোফাস্বেলকে ফেরত পাঠানো হয়েছে।
এ প্রসঙ্গে পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা বলেন, একজন বাক প্রতিবন্ধী কিশোরের সন্ধান পাওয়া এবং ফিরিয়ে আনা দুরূহ কাজ ছিল। এখন ওই কিশোরকে তার মায়ের বুকে ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।