১০ বছর পার হয়ে গেলেও, কোনো কূলকিনারা হয়নি মালয়েশিয়া এয়ারলাইন্সের ‘এমএইচ-থ্রি সেভেনটি’ বিমানের নিখোঁজ রহস্যের। এখনও জানা যায়নি, কী হয়েছিলো বিমানটির। কী ঘটেছিলো এর ২৩৯ আরোহীর ভাগ্যে। অত্যাধুনিক সব প্রযুক্তি ব্যবহারের পরও এ বিমানের সন্ধান না মেলাকে, এভিয়েশন শিল্পের সবচেয়ে বড় রহস্য মনে করেন অনেকে। ‘এমএইচ-থ্রি সেভেনটি’ নিখোঁজ হওয়ার দশম বার্ষিকীতে এসে, এর খোঁজে আবার অভিযান শুরুর কথা জানিয়েছে মালয়েশিয়া।
স্বজনদের খোঁজ নেই ১০ বছর। ফিরে পাবেন কিনা সেটাও তারা জানে না। তবুও এয়ারলাইন্সের নিখোঁজ হওয়ার বার্ষিকীতে একত্রিত হয়েছেন তারা। হারিয়ে যাওয়া মানুষের পরিবার ও স্বজনরা। স্মৃতিচারণ ও স্বজন হারানোর শোক রয়েছে তাদের মধ্যে।
জলজ্যান্ত ২৪৯ জন জাতির ভাগ্যে কী ঘটেছিল তা জানতে চান তারা। সবাই জানতে চায় যে, নিরাপদ একটি উড়োজাহাজ কীভাবে সবার চোখ ফাঁকি দিয়ে চলে গেল। এত বছর পর হারিয়ে যাওয়া সব মানুষ ফিরে আসবে কিনা এটা আশা করেন না স্বজনরা।
তারা অনুরোধ করেছেন যে, তাদেরকে সর্বশেষ আপডেট জানানো হয়। এটা স্বজনদের জন্য কেবল গুরুত্বপূর্ণ নয় এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সেটাও খেয়াল রাখা দরকার। বিশ্বের কারো কাছেই স্পষ্ট নয় যে এই উড়োজাহাজের ভাগ্যে আসলে কি ঘটেছিল।
২০১৪ সালের ৮ মার্চ। রাজধানী কুয়ালালামপুর থেকে আকাশে উড়াল দেয় বোয়িং-৭৭৭ বিমানটি। এটার গন্তব্য হচ্ছে বেইজিং। উড্ডয়নের মাত্র ৩৯ মিনিট পরেই বিমানটির সাথে কন্ট্রোল টাওয়ারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
কোনরকম দুর্যোগের ইঙ্গিত বাদেই ভারত মহাসাগরে এটি হারিয়ে যায়। এরপর নিখোঁজ বিমানের সন্ধানে অভিযান পরিচালনা করা হয়েছিল। তাজিকিস্তান থেকে এন্টারটিকা পর্যন্ত কয়েক লক্ষ বর্গ কিলোমিটার চষে বেড়ায় অভিযান পরিচালনা করা এ বাহিনী।
কিন্তু এটার কোন স্পষ্ট উত্তর মিলেনি। স্যাটেলাইট ট্র্যাকিং ও অত্যাধুনিক নানা প্রযুক্তি বিফলে যায়। দশ বছর পর আবারো এটির উদ্ধার অভিযান শুরু হতে যাচ্ছে। সত্য জানতে সব ধরনের পদক্ষেপ নেওয়ার কথা বলেছে মালেশিয়া সরকার।
মালয়েশিয়ার পরিবহন মন্ত্রী লোক সিউ ফুক জানিয়েছেন যে, হারিয়ে যাওয়া এই বিমানটি খুঁজে পেতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। যতদিন প্রয়োজন এই বিমান নিয়ে তদন্ত পরিচালনা করা হবে। দীর্ঘ অনুসন্ধানে সামান্য ভাঙ্গা অংশ বাদে আর কিছু খুঁজে পাওয়া যায়নি। সেগুলো ওই বিমানের কিনা সেটিও নিশ্চিত হওয়া যায়নি। অনেকে মনে করেন পাইলট ইচ্ছাকৃতভাবে মহাসাগরে ডুবিয়ে দেন এই বিমানটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।