
জুমবাংলা ডেস্ক : মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিখোঁজের দুদিন পর আ. রাজ্জাক (৫৫) নামের এক স্কুল শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের একটি পরিত্যক্ত কোয়ার্টারের ভেতরে থেকে ওই শিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আব্দুর রাজ্জাক ওই বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছিলেন। তিনি বরগুনা জেলার বাবনা উপজেলার খুচনিচরা গ্রামের মোহাম্মদ আব্দুর জব্বারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১০ ফেব্রুয়ারি) ভোরে হাটতে বেরিয়ে নিখোঁজ হন স্কুলশিক্ষক আ. রাজ্জাক। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) কয়েকজন পালকিওয়ালা পালকি রাখতে বিদ্যালয়ের পরিত্যক্ত একটি কোয়ার্টারের ভেতর গেলে ঝুলন্ত লাশটি দেখতে পান। পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে লাশটি উদ্ধার করা হয়।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জালাল উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করে থাকতে পারেন ওই শিক্ষক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।