গাজীপুরের কাপাসিয়া ডিগ্রি কলেজের সাবেক ভিপি জাহাঙ্গীর আলমের (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালের দিকে কাপাসিয়ার ভূবনেরচালা এলাকার নিজস্ব পোল্ট্রি খামার থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
পোল্ট্রি কারখানার শ্রমিক রামিম ও আলফাজ জানান, গলায় মাফলার পেঁচানো অবস্থায় মরদেহটি গুদামঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় ছিল। পরে সেখান থেকে উদ্ধার করে দ্রুত কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই মঞ্জুর হোসেন জানান, জাহাঙ্গীর আলম খামারের গুদামঘরে রাত্রিযাপন করতেন। আজ বুধবার ভোরে মসজিদে ফজরের নামাজও আদায় করেছেন। তার গলায় পেঁচানো মাফলারটি অপরিচিত। তাকে কেউ শ্বাসরোধ হত্যার পর ঝুলিয়ে রেখেছে।
জাহাঙ্গীর আলমের সাথে কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামের এক ব্যক্তির আর্থিক বিষয় নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে বলে জানান ড় ভাই মঞ্জুর। মামলা সংক্রান্ত বিরোধ থেকে এ ঘটনা ঘটতে পারে বলে দাবি করেন তিনি।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম চাঁদ বলেন, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।